আদর্শ কুরআন হিফযখানা

কুরআনি শিক্ষাই মানুষকে আদর্শবান হতে শেখায়।

আজ বাদ জোহর বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ্রীয় কমপ্লেক্সে পবিত্র কুরআনের হিফজ ছাত্রদের সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবক অনুষ্ঠানে বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারী জেনারেল ড. মাওলানা খলিলুর রহমান মাদানী পরিচালনায় উপস্থিত ছিলেন ফুরফুরা দরবার শরীফের খলিফা ও মিরপুর দারুস সালাম মাদরাসার প্রিন্সিপাল শায়খ মাওলানা আব্দুল কাইয়ুম, হাফেজ্জী হুজুরের সাহেবজাদা বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত হাফেজ মাওলানা আতাউল্লাহ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, জামেয়া ইমদাদিয়ার মুহতামিম ও ইসলামী কানুন বাস্তবায়ন পরিষদের আমীর মাওলানা আবু তাহের জিহাদী, মাওলানা আহমদ আলী কাসেমী সহ দেশের বিভিন্ন মারকাযের শীর্ষ উলামায়ে কেরামগণ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কুরআনই মানবতার কমপ্লিট মুক্তি সনদ। কুরআন ও অহি ভিত্তিক শিক্ষা মানুষকে তাকওয়াবান, সুনাগরিক, আদর্শবান ও অপরাধমুক্ত হতে শেখায়। তাই মসজিদ মিশনের আদর্শ হিফজখানার মাধ্যমে কুরআনের হিফজের পাশাপাশি একডেমিক সিলেবাসের পাঠদান করে থাকে। যাথে মেধাবী ছাত্ররা কুরআনের হিফজ সমাপ্ত করে যেকোনো ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে।