ত্রাণ ও পুনর্বাসন

মসজিদ মিশনের পক্ষ থেকে মুহতারাম সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করছেন।

ঈমানী ও নৈতিক দায়িত্বে অসহায়দের পাশে দাঁড়াতে হবে।

বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন বলেছেন- প্রচন্ড শীতে দেশের উত্তরাঞ্চলসহ সারাদেশের দরিদ্র জনগোষ্ঠি মানবেতর জীবন-যাপন করছে। স্বরণকালের প্রচন্ড শীতে সহায়-সম্বলহীন বনি আদমের সহযোগিতায় বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও সংস্থাকে এগিয়ে আসতে হবে।

আজ দুপুর ১টায় বাংলাদেশ মসজিদ মিশন ময়মনসিংহ জেলার উদ্যোগে আয়োজিত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

সমাজ সেবক মোঃ হাসান জামাল উদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- মাওলানা আখতারুজ্জামান, অধ্যাপক শামসুল হক, হাফেজ মাওলানা শমসের আলী প্রমুখ।

অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন আরো বলেন- শীতার্থ অসহায় হত-দরিদ্র জনগোষ্ঠির প্রতি সামাজিক দায়িত্ব বোধ বাড়াতে হবে। সামার্থবানদেরকে তাদের সম্পদের একটি অংশ গরীব দুঃস্থদের মাঝে ব্যয় করার পরিবেশ তৈরী করতে হবে। বিভিন্ন বস্তি, আশ্রয় কেন্দ্র, ভাসমান ও ছিন্নমূল সকলের মাঝে শিক্ষার আলো পৌছে দেয়া নৈতিক ও দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তোলা এবং তাদের প্রতি সাধ্যমত সহযোগিতার হাত বাড়ানো আমাদের ঈমানী ও নৈতিক দায়িত্ব। মসজিদের ইমাম-খতীবদেরকে সংশ্লিষ্ট মুসল্লিদের সাথে নিয়ে শীতবস্ত্র বিতরণসহ সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে। মহানবী (সা.) বলেছেন : “যিনি মানব কল্যাণে কাজ করে মানবতার উপকার করেন তিনিই সর্বোত্তম ব্যক্তি।” আল হাদীস।

দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করছেন মসজিদ মিশনের পক্ষ থেকে মুহতারাম সেক্রটারী শাইখ ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানী।