১৪ই জুলাই, বৃহস্পতিবার-০৫
বাংলাদেশ মসজিদ মিশনের ৫০৪তম ব্যাচে ইমাম প্রশিক্ষণ ২৫০জন বাছাইকৃত ইমাম ও খতিবদের নিয়ে সাতক্ষীরাস্থ আল-আমিন ট্রাষ্ট মিলনায়তনে ১৫ই জুলাই, শুক্রবার অনুষ্ঠিত হবে। ২দিন ব্যাপী উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি থাকবেন মসজিদ মিশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন বিভিন্ন বিষয়ের উপর আলোচনা পেশ করবেন মিশনের জেনারেল সেক্রেটারী মাওলানা খলিলুর রহমান আল-মাদানী, মিশনের জেলা উপদেষ্টা মুহাদ্দিস আব্দুল খালেক, সদর এম,পি প্রিন্সিপাল মাওলানা আব্দুল খালেক মন্ডল, প্রিন্সিপাল মাওলানা রিয়াসাত আলী এম,পি, গাজী নজরুল ইসলাম এম,পি, মুহাদ্দিস রবিউল বাশার, মাওলানা মুস্তাফিজুর রহমান প্রমুখ।
প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদ ও পুরস্কার বিতরন করবেন সাতক্ষীরা জেলা জজ সহ সরকারী বেসরকারী কর্মকর্তা ও মিশনের নেতৃবৃন্দ।
মসজিদ মিশন সাতক্ষীরা জেলার দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন ১৬ই জুলাই, শনিবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। উক্ত কাউন্সিল অধিবেশনে সকল নির্বাচিত ও মনোনীত কাউন্সিলর ও থানা প্রতিনিধিদেরকে যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য মিশনের সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী ও সেক্রেটারী মাওলানা মুস্তাফিজুর রহমান আহবান জানিয়েছেন।