১১শে জুলাই, সোমবার-২০০৫
বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন ও সেক্রেটারী জেনারেল মাওলানা খলিলুর রহমান আল- মাদানী এক যৌথ বিবৃতিতে গত ৭ই জুলাই লন্ডনে পাতাল রেল ও বাসে বোমা হামলায় ৪৯জন নিহত ২৫জন নিখোজ ও আহতদের জন্য গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করার পাশাপাশি হামলাকারীদের খুজে বের করে তাদের উপযুক্ত দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেছেন।
নেতৃবৃন্দ গভীর ক্ষোভ ও উদ্বেগের সাথে বলেন- দুনিয়ার কোন ধর্মেই সন্ত্রাসবাদ ওন্ত্রাসীদের সমর্থন করেনা। আমাদের পবিত্র ইসলামী জীবন দর্শনে সন্ত্রাসবাদ, জংগীবাদকে চিরতরে হারাম ঘোষনা করা হয়েছে। কুরআন মজীদে বারবার ঘোষনা করা হয়েছে “সকল প্রকার ফিতনা, ফাসাদ, সন্ত্রাসবাদ, জংগীবাদ, উগ্রতা নৈরাজ্য ও বিশৃংখলা চিরতরে মুলোৎপাটনের জন্য প্রানান্তকর প্রচেষ্টা চালাতে হবে।” হাদীস শরীফে বলা হয়েছে “ইসলামে সন্ত্রাসবাদ ও জংগীবাদের কোন স্থান নেই।” ইসলামী আইনের অন্যতাম মূলনীতি হলোঃ “সর্বাস্থায় নিরাপত্তা নিশ্চিত করতে হবে।” অন্য আরেকটি মূলনীতি- “নিশ্চয় মুসলিম উম্মাহর সকল কর্মকান্ড পরিচালিত হবে সংশোধন, শৃংখলা, কল্যানকর ও জনহীতকর কাজে।” অতএব যারা বোমা হামলা চালিয়ে নিরীহ মানুষের অপুরনীয় ক্ষতি করেছে তারা ইসলামের শত্র“, মুসলিম উম্মাহর শত্র“, সর্বোপরি গোটা মানব জাতির শত্র“। মানবতা তাদের কাছে আজ বিপন্ন।
অপর এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেনঃ লন্ডনে হামলার ঘটনার জের ধরে নিউজিল্যান্ডের অকল্যান্ডের মুসলমানদের ৪টি মসজিদ ও ইসলামী কেন্দ্রে যে হামলা হয়েছে তা সত্যিই অমানবিক র্ববরোচিত ও উদ্দেশ্য প্রনোদিত। অকল্যান্ডের মসজিদে হামলাকারীদের দৃষ্টান্তমূলক সাজা না দিলে বিশ্বের সমস্ত ধর্ম ও ধর্মীয় প্রতিষ্ঠান সমূহ সন্ত্রাসীদের হাতে জিম্মি হয়ে পড়বে।