২৪শে মে, মঙ্গলবার-২০০৫
ইমামাদেরকে শুধুমাত্র মসজিদের ইমামতি নয় বরং মসজিদের বাহিরে রাষ্ট্র পরিচালনা ও সামাজিক কার্যক্রম পরিচালনার জন্যে সকল ধরনের যোগ্যতা অর্জন করতে হবে।
অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন
মুসলিম বিশ্ব তথা সারা দুনিয়ায় ইসলাম ও মানবতার দুশমন সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকা একক মোড়ল সেজে উলামা ও মুসলিম উম্মাহকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। দেশের অভ্যন্তরে একশ্রেনীর আলেম নামধারী মুসলিম উম্মাহকে ঐক্যের পরিবর্তে বিভক্তি করার অপপ্রয়াস চালাচ্ছে। দেশের ভিতরে বাহিরের সকল ষড়যন্ত্রের মোকাবিলায় আলমদেরকে অগ্রনী ভুমিকা পালনের লক্ষ্যে সকল ধরনের ছোট খাট ত্র“টি বিচ্যুতিকে উপেক্ষা করে এখতেলাফ নয় ইত্তেহাদের সর্র্বাত্বক প্রচেষ্ঠা চালাতে হবে। ইমামাদেরকে শুধুমাত্র মসজিদের ইমামতি নয় বরং মসজিদের বাহিরে রাষ্ট্র পরিচালনা ও সামাজিক কার্যক্রম পরিচালনার জন্যে সকল ধরনের যোগ্যতা অর্জন করতে হবে। পরিপূর্ন দ্বীনের দায়ী হতে হবে। সকল অবস্থায় নিজেদেরকে সজাগ থেকে ষড়যন্ত্র রুখার জন্যে চ্যালেঞ্জ করতে হবে।
বাংলাদেশ মসজিদ মিশন ঢাকা জেলা দক্ষিণ এর উদ্যোগে ইমাম প্রশিক্ষণে প্রধান অতিথি মিশনের কেন্দ্রীয় সভাপতি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর ভাইস চেয়ারম্যান, তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন উপরি উক্ত বক্তব্য পেশ করেন। মিশনের জেলা সভাপতি মাওলানা মনসুরুর রহমানের সভাপতিত্বে কেরানীগঞ্জ শাপলা কমিউনিটি সেন্টারে ইমাম প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন মিশনের সেক্রেটারী জেনারেল মুফতী, মুহাদ্দীস মাওলানা মুহাম্মাদ খলিলুর রহমান আল মাদানী, জয়েন্ট সেক্রেটারী মাওলানা আহমাদুল্লাহ, মাওলানা মাহবুবুর রহমানসহ উলামায়ে কেরাম।