০৫ জানুয়ারী-০৮
সমাজের সকল ক্ষেত্রে ইমাদের সক্রীয় অংশগ্রহন হবে।
মসজিদ মিশন
গতকাল শুক্রবার বাংলাদেশ মসজিদ মিশনের উদ্দ্যোগে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাছাইকৃত ৬০০ জন ইমাম-খতীবদের নিয়ে “ছবি সহ ভোটার তালিকা প্রনয়নে ইমামদের ভূমিকা” শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অধ্যক্ষ মাওঃ আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মিশনের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারী মাওলানা খলিলুর রহমান আলমাদানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (টিএনও) জনাব দিলীপ বড়–য়া, নির্ধারিত বিষয়ের উপর বক্তব্য রাখেন- অধ্যক্ষ মাওলানা আবদুল বারী, প্রফেসর আবদুল জলিল, সাবেক উপজেলান চেয়ারম্যান জনাব আঃ বারী, অধ্যক্ষ ওয়াহিদুজ্জামান, পীরে কামেল আল্লামা নেছার উদ্দীন, পীরে কামেল মাওঃ আবদুল হামিদ, মাওঃ আবদুল মজিদ, মাওঃ মহিউদ্দীন, মাওঃ রুহুল আমিন, মাওঃ মোঃ শফি, মাওঃ আবদুল মজিদ নুরনগরী, মাওঃ আবু বকর সিদ্দিক, মাওঃ রহমাতুল্লাহ, মাওঃ আবদুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি মাওলানা খলিলুর রহমান আলমাদানী বলেন- দেশ ও জাতির যে কোন প্রয়োজনে মসজিদের ইমাম-খতীবগণ অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবেন। ইমামগনকেই সমাজের সকল কাজে নেতৃত্ব দিতে হবে। বিগত সন্ত্রাস, জংগীবাদ দমন করার ক্ষেত্রে ইমাম সাহেবগণ যে যুগান্তকারী ভূমিকা রেখেছিলেন সারা দুনিয়া তার বাস্তব সাক্ষী। নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারের ছবিসহ ভোটার তালিকা প্রনয়নে মসজিদ মিশনের ছায়াতলে সকল ইমাম সাহেবগন সর্বাত্মক সহযোগিতা করবেন। যাতে সকল নারী-পুরুষ ছবিযুক্ত ন্যাশনাল আইডি কার্ড গ্রহন করে সরকারী ২২টি সেবা গ্রহন করতে পারে। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন- সরকারী স্বচ্ছ ভোটার তালিকা প্রনয়নে মসজিদ মিশনের ইমামসাহেবগন যে সহযোগিতা দিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। তিনি বলেন- মসজিদের ইমামরাই অতীতের ন্যায় সচেতন ভাবে কাজ করলে আমরা অল্প সময়ের ব্যবধানে নির্ভূল ভোটার তালিকা প্রনয়নে সফল হবো।