১৩ই এপ্রিল, বুধবার
বাংলাদেশ মসজিদ মিশন যশোর জেলার উদ্যোগে ২দিন ব্যাপী ইমাম প্রশিক্ষন স্থানীয় বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট মিলনায়তনে শুরু হয়। প্রশিক্ষনের ১ম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন, প্রশিক্ষনে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা পেশ করেন মিশনের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মাদ খলিলুর রহমান আল মাদানী, জয়েন্ট সেক্রেটরী মাওলানা আহমাদুল্লাহ, জেলা জজ মাহবুবুর রহমান, জেলা আমীর ও মিশনের যশোর জেলা উপদেষ্টা মাওলানা আজিজুর রহমান, যশোর জেলা সেক্রেটারী অধ্যাপক তহুর আহম্মদ হেলালী, মোঃ নুরুল ইসলাম। প্রোগ্রামে সভাপতিত্ব করেন মিশনের জেলা সভাপতি মাওলানা এ,টি, এম, শোয়াইব।
প্রধান অতিথি বলেন ইসলাম একটি পূনার্ঙ্গ জীবন বিধান, দ্বীন প্রতিষ্ঠার কাজ ফরজ এটা এদেশের ইমাম সাহেবেগন ভাল জানেন। এজন্যে এর গুরুত্ব নিজেরা উপলদ্ধি করেছেন। তাই তাদের এ দ্বীন বাস্তবায়নের জন্য সমাজের সর্বস্তরের লোকদের নিকট দাওয়াত পৌঁছাতে হবে। ইমামদের এ ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। না করলে আল্লাহর আদালতে আখেরাতে জবাবদিহী করতে হবে। সকল ইমামকে সমাজের সকল কর্ম- কান্ড পরিচালনা করার মত যোগ্যত্য অর্জন করতে হবে। দ্বীন প্রতিষ্ঠার জন্যে নিজেদেরকে অগ্রনী ভূমিকা ও সর্বোচ্চকোরবানী পেশ করতে হবে।