০৪ ডিসেম্বর-০৭
বাংলাদেশ মসজিদ মিশনের উদ্যোগে একটি প্রতিনিধি দল আগামী কাল বুধবার ১১.০০টায় নির্বাচন কমিশনে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। ছবিযুক্ত ভোটার তালিকায় “শরয়ী মর্যাদা” সংক্রান্ত এবং “মহিলাদের ছবি তোলার ক্ষেত্রে শরয়ী বিধান সংরক্ষন” বিষয়ে। এ প্রতিনিধি দলে থাকবেন:- মিশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন, জেনারেল সেক্রেটারী মাওলানা খলিলুর রহমান আলমাদানী, সিনিয়র জয়েন্ট সেক্রেটারী মাওলানা আহমাদুল্লাহ, জয়েন্ট সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান সহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ।
০৫ ডিসেম্বর-০৭
আজ বেলা ১১টায় বাংলাদেশ মসজিদ মিশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীনের নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনার জনাব ছহুল হোসাইনের সাথে এক আন্তরিক পরিবেশে মতবিনিময় করেন। উপস্থিত ছিলেন- মিশনের জেনারেল সেক্রেটারী মাওলানা খলিলুর রহমান আলমাদানী, জয়েন্ট সেক্রেটারী মাওলানা আহমাদুল্লাহ, সমাজ কল্যাণ সম্পাকদক আলহাজ একরামুল হক, সালেহ আহমাদ, মাওলানা রফিকুর রহমান আলমাদানী, মাওলানা অলিউল্লাহ, মাওলানা মাসউদুর রহমান, অধ্যাপক ফজলূর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় মসজিদ মিশনের সভাপতি অধ্যক্ষ মাওলনা যাইনুল আবেদীন লিখিত বক্তব্যে বলেন-
বাংলাদেশ মসজিদ মিশন আপনাদের ভোটার তালিকা প্রনয়নের বিষয় সারাদেশের জেলা সংগঠন গুলোকে প্রেরিত সার্কুলার সমূহের দিক নির্দেশনার আলোকে ইমাম ও খতীবগনের মাধ্যমে গণসচেতনা সৃষ্টির কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছেন। ভোটার তালিকা প্রনয়নের এ গুরুত্বপূর্ন কাজে আপনাদের নিয়মিত যোগাযোগ রাখার জন্যে প্রথমে আল্লাহর শোকরিয়া এবং আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি।
জনাব, আপনারা অবশ্যই অবগত আছেন যে বাংলাদেশে প্রায় তিন লাখ মসজিদ দেশের তৌহিদী জনতার সাক্ষ্য বহন করছে। এ মসজিদ গুলোর ইমাম ও খতীবগন সমাজের সর্বস্তরের লোকদের প্রতিনিধি হিসেবে কাজ করছে। এমতাবস্থায় ইমাম সাহেবদের সম্মিলিত প্রচেষ্টায় সারাদেশ থেকে ছবিসহ নির্ভুল ভোটার তালিকা প্রনয়নে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। ইমাম ও খতীবগন স্বত:স্ফুর্তভাবে সহযোগিতা করে যাচ্ছেন এবং সকল স্তরে গণসচেতনার কাজ অব্যাহত রেখেছেন। বর্তমানে একটি জরুরী বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষন করছি তা হল: দেশের বিভিন্ন স্থানে মহিলারা বোরকা পরে ছবি যুক্ত ভোটার তালিকা প্রনয়নে অংশ নিচ্ছে। ইসলামী পর্দা মেনেই মহিলাদের ছবি তোলা দরকার। আলহামদুল্লিলাহ দেশের বিভিন্ন স্থানে এবাধ্যবাধকতা পালন করা হলে ও বেশ কয়েক জায়গায় মহিলাদের চুল ও কান বের করতে বাধ্য করা হচ্ছে। আবার কোথাও কোথাও পুরুষরা মহিলাদের ছবি তুলছে। দ্বিতীয়ত দেশে বেশ সংখ্যক আলেম ও দ্বীনদার পুরুষ রয়েছে যারা সব সময় টুপি পরিধান করে, তাদের এ অবস্থাটা দু’এক জায়গায় বাধা গ্রস্থ হচ্ছে বলে আমাদের কাছে ইতিমধ্যে খবর আসছে। তাই এটা দেশের বর্তমান সুন্দর পরিবেশে ছবিযুক্ত ভোটার তালিকা প্রনয়নে বাধা গ্রস্থ হতে পারে।
১। মহিলাদের ছবি তোলার ক্ষেত্রে শরয়ী বিধান মানতে হবে।
২। মহিলাদেরকে দিয়ে মহিলাদের ছবি তুলতে হবে।
৩। যে সকল পুরুষ সব সময় টুপি পরতে অভ্যস্ত তাদেরকে টুপি খুলতে যেন বাধ্য করা না হয়।
৪। ভোটার নিবন্ধন ফরমে ধমীয় পরিচয় না থাকার বিষয়টি দৃষ্টি আকর্ষন করা হলে নির্বাচন কমিশনার জাতীয় আইডি কার্ডে ধর্মীয় পরিচয় থাকবে এবং বাংলাদেশ মসজিদ মিশন উত্থাপিত প্রস্তাবগুলোকে তিনি আজ থেকেই
বাস্তবায়নের জন্য আশ্বস্ত করেন।