১৭ নভেম্বর-০৭
দুর্যোগ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
মসজিদ মিশন
সিডর নামের এ ঘুর্নিঝড় ও জলোচ্ছাসকে ইতিহাসের অন্যতম ভয়াবহ তান্ডবগুলোর একটি হিসেবে তুলনা করা যায়। প্রলয়ঙ্করী ঘুর্নিঝড়ে হাজারো ঘর-বাড়ী ধ্বংস করে নিয়েছে। উপকুলীয় অঞ্চলকে লন্ডভন্ড করে দেয়। জলোচ্ছাসের কারনে তলিয়ে যায় অসংখ্য জনপদ। এ দুর্গত মানুষের সাহায্যার্থে এগিয়ে আসতে হবে। জাতীয় দুর্যোগের এ সময়টিতে সব ধরনের মনোযোগ এ দিকেই আকৃষ্ট হবে এটাই সময়ের দাবী।
সরকারী বেসরকারী সব উদ্যোগ এবং জনগনের সমন্বিত প্রচেষ্টায় জাতি এ দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হবে। এখন প্রয়োজন সাহায্যের হাত, আর্তমানবতার প্রতি মমত্ববোধ এবং দুর্যোগ মোকাবিলায় সমন্বিত তৎপরতা।
বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন ও জেনারেল সেক্রেটারী মাওলানা খলিলুর রহমান আলমাদানী বৃহস্পতিবার রাতে শক্তিসম্পন্ন সিডর এর আঘাতে ও জলোচ্ছাসে জানমালের ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করে উপরিউক্ত বিবৃতি প্রদান করেন। তারা মিশনের অধঃ শাখাগুলোকে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে অতীতের মত ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়ানোর অনুরোধ করেছেন। সকল দানশীল, স্বচ্ছল সামর্থবান ভাইবোনদের নিকট আবেদন অতীতের ন্যায় অসহায় দুর্গত মানুষের সাহায্যার্থে মসজিদ মিশনের জরুরী ত্রাণ তহবিলে সাহায্য করুন। ক্ষয়ক্ষতি যতই হোক পুরো জাতি একত্র হয়ে দুর্গতদের পাশে দাড়ালে আল্লাহ অবশ্যই সহায় হবেন। নেতৃদ্বয় ঘুর্নিঝড় ও জলোচ্ছাসের তান্ডবে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবার পরিজন এবং আহত ও ক্ষতিগ্রস্থ সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সাহায্য পাঠানোর ঠিকানা- বাংলাদেশ মসজিদ মিশন, হিসেব নং ৮৫/৩, ইসলামী ব্যাংক বাংলাদেশ, এলিফ্যান্ট রোড শাখা, ঢাকা।