০৩ জানুয়ারী-০৮
ছবিযুক্ত ভোটার তালিকা প্রনয়নে ইমামদেরকেই ভূমিকা রাখতে হবে।
মসজিদ মিশন
আজ বিকাল ৩টায় শ্যামনগর থানা অটিটরিয়ামে বাংলাদেশ মসজিদ মিশন আয়োজিত ৪০০ ইমামের এক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ মিশনের জেনারেল সেক্রেটারী মাওলানা খলিলুর রহমান আলমাদানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (টিএনও), সম্মেলনে আরো বক্তব্য রাখেন- সাবেক উপজেলান চেয়ারম্যান আবদুল বারী প্রমুখ। সম্মেলনে সভাপতিত্ব করেন প্রিন্সিপাল মাওলানা আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্যে বলেন- ইমামরা নবীদের ওয়ারিশ, তারা সমাজের নেতা, মসজিদের গন্ডির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবেনা। বৃহত্তর পরিসরে আপনাদেরকে ভূমিকা রাখতে হবে। বর্তমান প্রেক্ষাপট জানতে হবে। বিশেষ করে বর্তমান সরকার জাতির ক্রান্তিলগ্নে লগিবৈঠা দিয়ে মানুষ হত্যার মত পৈশাচিক অবস্থা থেকে উদ্ধার করে ছবিযুক্ত ভোটার তালিকার সাথে জাতীয় আইডি কার্ড তৈরীর কাজ করছে তাদেরকে এ ব্যাপারে সহযোগিতা করতে হবে। যারা ভোট চুরি, জাল ভোট, ব্যালট বাক্স ডাকাতি করে তারা কিন্তু নির্বাচন কমিশনের এ ভূমিকা আড়চোখে দেখছে তাদের দৃষ্টি ভংগীকে ভুন্ডুল করে আগামীতে মসজিদে মসজিদে তাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে হবে। সৎ ও যোগ্য লোকদেরকে আগামীতে ক্ষমতায় এনে মসজিদে নববীর আদলে একটি ইসলামী সমাজ কায়েম করার আহবান জানাতে হবে।
তিনি ইমামদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সময়ে আলেম উলামাদেরকে ঐক্যবদ্ধ থাকার। সকল প্রকার কাঁদা ছোড়াছুড়ি বন্ধেরও আহবান জানান। পরস্পর শীলাঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ থাকলে বাতিলের পরাজয় সুনিশ্চিত।