০৩ ফ্রেব্র“য়ারী-০৮
আল্লাহ ও কালিমা অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন।
মসজিদ মিশন
কালিমা “লা ইলাহা ইল্লাল্লাহু” খচিত পতাকা ফুটবলের গায়ে এবং বাথরুমের কমটের গায়ে অংকিত করে বাজারজাতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন মসজিদ মিশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন ও জেনারেল সেক্রেটারী মাওঃ খলিলুর রহমান আলমাদানী। যারা ফুটবল ও বাথরুমের কমটের গায়ে কালেমা অংকন করেছে তারা সারা বিশ্বের মুসলমানদের ঈমান-আকীদার উপর চরম আঘাত হেনেছে। এমনকি তারা আল্লাহ এবং ইসলামের সাথে ও সাংঘাতিক বে-আদবি করেছে। যেটা কোন মুসলমান মেনে নিতে পারে না। গোটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে এই ন্যাক্কার জনক ফুটবল বাজারজাতের খবরে আমরা বিস্মিত হয়েছি।
তারা আরো বলেন আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করে আসছি যে, এক ধরনের হতভাগা পাপিষ্ট মাঝে-মধ্যেই আল্লাহ তায়ালা, মোহাম্মাদ (সঃ) এবং ইসলামের অবমাননা করে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন না করাতে তারা বারবারই এ ধরনের ঘটনার অবতারনা করছে।
এ ধরনের ন্যাক্কারজনক ভয়ংকর ঘটনার সাথে জড়িতদের যদি যথাযথ শাস্তি দেয়া হত তবে এ ধরনের ঘটনা ঘটানোর সাহস তার আদৌ করতনা। আমরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারে মাধ্যমে জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সংস্থা কাছে দাবি করছি যে, যে বা যারা এ ধরনের ন্যাক্কারজনক কার্যক্রম পরিচালনা করছে তাদেরকে যথাযথ শাস্তি প্রদান করুন। তা না হলে সারা দুনিয়ার মুসলমানগণ ঈমান-আকিদা সংরক্ষনে ঐক্যবদ্ধভাবে ঝাপিয়ে পড়বে।