৩১-১২-২০০৯
আদর্শ সমাজ গঠনে ইমাম এবং খতীবগণকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বাংলাদেশ মসজিদ মিশন
আলেম-ওলামা, ইমাম এবং খতীবগণ সমাজের মধ্যে সবচেয়ে সৎ জীবন যাপন করে থাকেন। সুতরাং আদর্শ সমাজ গঠনে তাঁদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ওলামায়ে কেরামই পারেন সমাজ থেকে দূর্ণীতি, সুদ-ঘুষ ইত্যাদি সব রকম অনৈতিক কর্মকান্ড নির্মূল করতে।
গতকাল বাংলাদেশ মসজিদ মিশন লক্ষীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত ২ দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল ও ইমাম খতীব সম্মেলনের ২য় দিনের ২য় অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ মসজিদ মিশনের জেনারেল সেক্রেটারী ড. মাওলানা খলিলুর রহমান মাদানী উপরোক্ত কথা বলেন। মসজিদ মিশনের জেলা সেক্রেটারী মাওলানা মোঃ আব্দুর রবের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন মিশনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী মাওঃ আহমাদুল্লাহ, আওলাদে রাসূল মাওলানা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবিরী আল মাদানী, মসজিদ মিশন লক্ষীপুর জেলা সভাপতি মাওলানা মোঃ ইসমাঈল, মাওলানা মোঃ কামরুল হাসান, মাওলানা আব্দুল আজীজ মজুমদার, জনাব মহিউদ্দীন গফূর, জনাব জহিরুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথি আরো বলেন মসজিদ মিশন প্রতিষ্ঠার পর থেকে জাতীয় যে কোন দুর্দিনে ও দুর্যোগে মসজিদ মিশন দেশের ইমাম এবং খতীব সাহেবগণকে সাথে নিয়ে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। ২০০৪ সনে যখন ইসলামের নামে এদেশে এক শ্রেণীর বিভ্রান্ত লোক বোমাবাজি করেছিল তখন মসজিদ মিশনের ডাকে সাড়া দিয়ে ওলামায়ে কিরাম, খুতাবায়ে ইজাম মসজিদ সমূহ থেকে এই ভ্রান্তলোকদের সম্পর্কে মুসল্লিদেরকে সর্তক করে তুলেছেন। তাই অল্প সময়ের মধ্যেই এদের চিহিৃত করে আইনের হাতে সোপর্দ করা সম্ভব হয়েছিল। তিনি বর্তমান সরকারের কাছে অনুরোধ করেন যে কুরআন সুন্নাহ বিরোধী কোন আইন, কোন শিক্ষা নীতি এদেশে বাস্তবায়ন করবেন না। এতে সমাজে আল্লাহর গজব নেমে আসবে। অন্যতম আলোচক আওলাদে রাসূল (সঃ) বলেন-ইসলাম ও মুসলিম উম্মাহর এই চরম দূর্দিনে দেশের ওলামায়ে কিরামকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। তিনি সর্বশেষ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। উল্লেখ্য যে, বিভিন্ন থানা থেকে প্রায় ২০ হাজার ওলামায়ে কিরাম ও তাওহীদি জনতা উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন।