ঢাকা
১৬ মার্চ-২০১৯ইং
বরাবর,
বার্তা সম্পাদক, দৈনিক ………………….
মসজিদ মিশন
নিউজিল্যান্ডের নূর মসজিদে জু’মআর নামাজের সময় অমুসলিম সন্ত্রাসীর নৃশংস ও পৈশাচিক হামলায় অর্ধশত নিহত ও শতাধিক মুসল্লি আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে মসজিদ মিশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন ও সেক্রেটারী জেনারেল ড. মাওলানা খলিলুর রহমান মাদানী বলেন- এ ন্যক্কারজনক অমুসলিম জঙ্গি হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং ইহা ইসলামের দুশমন ও অমুসলিম জঙ্গিদের সুপরিকল্পিত ধারাবাহিক ষড়যন্ত্রেরই অংশ। এ সন্ত্রাসী জঙ্গি হামলার ঘটনায় আমরা বাকরুদ্ধ, গভীরভাবে শোকাহত। নামাজরত মুসল্লিদের ওপর এমন জঘন্য হামলা এবং নিরীহ মানুষ হত্যার ঘটনা নজিরবিহীন। মসজিদে মুসল্লিদের ওপর নারকীয় হামলা বর্বরতার ইতিহাসে আরেকটি নজির। যা মধ্যেযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। এ হামলা ইসলাম বিদ্বেষী, নাস্তিক, মুরতাদদের ইসলাম ধ্বংসের চক্রান্তেরই অংশ। বর্তমানে সারা দুনিয়ার মুসলমানরা ইসলামবিদ্বেষী সন্ত্রাসীদের পরিকল্পিত হামলার শিকার। আমরা নামাজরত মুসল্লিদের উপর নৃশংস সন্ত্রাসী হামলাকারীকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় আনার জন্য ইন্টাপোল, জাতিসংঘ, ওআইসিসহ সকল আন্তর্জাতিক সংস্থার প্রতি জোর অনুরোধ জানাচ্ছি।
(CNN)At least 49 people were killed and 20 seriously injured in mass shootings at two mosques in the New Zealand city of Christchurch Friday, in a carefully planned and unprecedented atrocity that shocked the usually peaceful nation.